Friday , 4 August 2023 | [bangla_date]
  1. অন্যান্য
  2. আন্তর্জাতিক
  3. উদ্যোক্তা
  4. কচুয়া
  5. কৃষি ও প্রকৃতি
  6. খেলাধুলা
  7. চাকরি
  8. চিতলমারী
  9. তথ্যপ্রযুক্তি
  10. দূর্নীতি
  11. দেশজুড়ে
  12. নারী ও শিশু
  13. ফকিরহাট
  14. বাগেরহাট
  15. বিনোদন

‘বাঘের অস্তিত্ব রক্ষা না হলে সুন্দরবন বিপন্ন হবে’

প্রতিবেদক
admin
August 4, 2023 7:15 pm

বাঘ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বাঘের অস্তিত্ব রক্ষা না হলে সুন্দরবন বিপন্ন হবে। বাঘ কেমন আছে, সেটা দেখেই আমরা বুঝতে পারি সুন্দরবন কেমন আছে। বাঘের আবাসস্থল সুন্দরবন রক্ষায় সরকারকে আন্তরিক হতে হবে।

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে শনিবার (২৯ জুলাই) দুপুরে মোংলা পোর্ট পৌরসভা চত্বরে ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের যৌথ আয়োজনে দিনব্যাপী কর্মসূচির র্যালিপূর্ব উদ্বোধনী সমাবেশে বক্তারা এসব কথা বলেন।

‘বাঘ করি সংরক্ষণ, সমৃদ্ধ হবে সুন্দরবন’ স্লোগানে বিশ্ব বাঘ দিবসের উদ্বোধনী সমাবেশে সভাপতিত্ব করেন ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়কারী বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শরীফ জামিল।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুউদ্দীন, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়কারী সাংবাদিক নিখিল ভদ্র, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাংস্কৃতিক সম্পাদক শাকিলা পারভীন রুমা, মোংলা সরকারি কলেজের প্রভাষক শ্যামা প্রসাদ সেন ও প্রভাষক মাহবুবুর রহমান।

 

ওয়াটারকিপার্স বাংলাদেশের সমন্বয়কারী শরীফ জামিল বলেন, বাঘের আবাসস্থল সুন্দরবন রক্ষায় সরকারকে আন্তরিক হতে হবে। বনবিনাশী সব প্রকল্প বাতিল করতে হবে। বাঘ সুরক্ষায় মনিটরিং সেল গঠন করতে হবে।

উদ্বোধনী সমাবেশ শেষে একটি সুসজ্জিত র্যালি মোংলা শহর প্রদক্ষিণ করে।

সর্বশেষ - অন্যান্য